ছোটন সরদার রাজশাহী।
সাম্প্রতিককালে বাংলাদেশে হিন্দু আইন পরিবর্তনের প্রতিবাদে,তাদের শাস্ত্রীয় আইন মেনে,এই আইন পরিবর্তনকে অবমাননা মনে করছেন।এজন্য দেশের সর্বস্তরে প্রতিবাদী মানববন্ধন করে যাচ্ছেন। তারা এই আইন পরিবর্তন চাই না,এজন্য একই ভাবে জিরোপয়েন্ট সাহেববাজার রাজশাহীতে, হিন্দু সম্প্রদায়ের মানুষ হিন্দু আইন সংস্কার ও পরিবর্তন এর প্রতিবাদে মানববন্ধন করেছেন।এ মানববন্ধনে, সনাতন ধর্মের ছোট বড় সকলেই অংশগ্রহণ করেছেন, তাদের জোরদার দাবি হাইকোর্টে যারা রিট করেছেন,তারা সনাতন ধর্মের মানুষদের ভাল চাই না।তারা সনাতন ধর্মের মানুষদের ভেতরে যে সুসম্পর্ক তার ফাটল ধরাতে চাই,ছিন্ন করতে চাই প্রিতি বন্ধন।তারা মমতা ও মুন্নি শাহার পৃত্রি সম্পত্তির দাবি, আইন সংস্কার ও পরিবর্তন থেকে সরে আসার আহবান জানিয়েছেন।এছাড়াও যে সকল সামাজিক সংগঠন ও এনজিও, হিন্দু নারীদের পরোচিত করে বাংলাদেশে হিন্দুদের বিভ্রান্তি মূলক পরিবেশ সৃষ্টি করছে।তাদের সাবধান হয়ে যাওয়ার জন্য অবগত করেন।তারা মানববন্ধনে এটাও বলেন হিন্দুদের ভাল যদি করতে চান,হিন্দুদের (২৬)ছাব্বিশ লক্ষ একর জমি বেদখলে, এই জমি দখল দিয়ে দেখান।হিন্দুদের নামে যে সকল প্রতিষ্ঠান ছিল,সেগুলোর নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া হয়েছে, পূনরায় সেই নাম প্রতিষ্ঠা করেন।মন্দিরে প্রতিমা ভাংচুর,গ্রামে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেওয়া ও সম্পদ লুটপাট বন্ধ করুন।হিন্দু নারীদের শৃলতা হানি,ধর্ষন বন্ধ করুন,সুষ্ঠু ও নিরপক্ষ জীবন যাপনে সহায়তা করুন।উক্ত মানববন্ধন পবা উপজেলা জাতীয় আদিবাসী পরিষদ ও শ্রী শ্রী রাধাগবিন্দ মন্দির শিতলাই,এর ব্যাক্তিগন সম্পন্ন করেন।