ঠাকুরগাঁও সদর প্রতিনিধি
মোঃআবুল হাসান
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে গাঁজা খাওয়ার অপরাধে কফিজুল ইসলাম নামে২৮ এক ব্যক্তি আটক করাছেন এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা যায় আজ ২ এপ্রিল রোজ মঙ্গলবার সকালে উপশহরে নেকমরদ বাজারে কফিজুল ইসলামকে ১০০ গ্রাম গাঁজাসহ এলাকাবাসী আটক করেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটককৃত কফিজুল ভোলাহাট কালমেঘ গ্রামের দবিরুল ইসলামের ছেলে।
রানিশংকেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন গাঁজাসহ কফিজুলকে আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে বলেন গাঁজা রাখার অপরাধে মামলার প্রক্রিয়া চলছে।