নিজস্ব প্রতিবেদক
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরে ট্রাকের অতিরিক্ত চাকায় মিলল ফেনসিডিল। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় উপজেলার সীমাবাড়ী এলাকা থেকে ১৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদক বহনকারী ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী একটি পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে থাকা অতিরিক্ত চাকা মহাসড়কে খুলে পড়লে টহলরত পুলিশ ওই ট্রাকটি থামতে বলে। পুলিশের সংকেত পেয়ে ট্রাকটি না থামিয়ে দ্রুত চলে যায়। পরে পুলিশ রাস্তায় পড়ে থাকা চাকাটি উদ্ধার করে এবং কিছু অংশ কাটা দেখে পুলিশের সন্দেহ হয়। চাকাটির ভিতরে ফেনসিডিলের বোতল দেখতে পায় পুলিশ। তারপর চাকার ভিতর থেকে ১৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শেরপুর অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির এ প্রতিবেদক-কে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শেরপুরের সীমাবাড়িতে পুলিশের চেকপোস্ট রয়েছে। সেখানে তল্লাশির সময় মাদক পাচারকারীরা চাকাটি ফেলে দিয়ে ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।