লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় বাসায় ঢুকে প্রবাসী ওসমান গনির স্ত্রী কে মারধর ও মালামাল লুটের অভিযোগ উঠছে।
২৮ ডিসেম্বর সোমবার সকালে লোহাগাড়া সদর ইউনিয়ন ২নং ওয়ার্ড টেন্ডল পাড়া মোবিন ভিলায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় প্রবাসী ওসমান গনির শাশুর তৈয়ব উল্লাহ বাদী হয়ে লোহাগাড়া থানায় এজাহার দায়ের করেন।
আসামীরা হলেন, মৃত আনু মিয়ার ছেলে দিদারুল ইসলাম, জামাল উদ্দিনের পুত্র তানজিন উদ্দিন, নাছির উদ্দীনের স্ত্রী রাজু আক্তার, শামসুল ইসলামের স্ত্রী হমিদা আক্তার।
এজাহার সুত্রে মতে, আসামীগণের সাথে দীর্ঘদিন ধরে মোবিন ভিলার মালিকানা নিয়ে শালেকা বেগম শেলী ও তার স্বামী ওসমান গনির সাথে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে গত ২৬/১২/২০২০ তারিখে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নং ১১২২। জিডির সংবাদ পেয়ে আসামীগন ক্ষিপ্ত হয়ে ২৮ ডিসেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় সকল আসামীগন একত্রিত হয়ে বেআইনি জনতা দাল গঠন পূর্বক পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে, মোবিন ভিলায় অতর্কিত ঢুকে প্রথমে রুমের দরজার তালা ভাঙ্গাতে শুরু করলে শালেকা বেগম বাঁধা দিলে, আসামী দিদারুল ইসলামের নির্দেশে কোন কারণ ছাড়া অন্যান্য আসামীরা শালেকা বেগম কে এলোপাতাড়ি লোহার পাইপ, লাটিশুটা নিয়ে প্রহর করে। শালেকা বেগমের পিতা বাধা দিতে চাইলে আসামীগণ অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে চুপ থাকতে বলে, এসময় দিদারুল ইসলাম দারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মেয়ের মাথায় কোপ মারলে শালেকা বেগম মাটিতে পড়ে গেলে অন্যান্য আসামীরা চুল ধরে কিল, ঘুষি, লাথি মেরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে এক লক্ষ একষট্টি হাজার সমমূল্যের স্বর্ণালংকার গয়ের থেকে খুলে নেয়, ও আলমারি তালা ভেঙ্গে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার গলার হার ও নগদ ষাট হাজার টাকা নিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।