লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
কোভিড-১৯কে জয় করুন, মানবাধিকার রক্ষায় প্রস্তুত থাকুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে- বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার আয়োজনে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে।
(১০ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে লোহাগাড়া উপজেলা পরিষদ চত্বর, থানা চত্বরসহ উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার লক্ষ্যে মাস্ক বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সংগঠনের লোহাগাড়া শাখার সভাপতি, মানবাধিকার স্বর্ণপদক প্রাপ্ত, অধ্যাপক হামিদুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, সহ-সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ (মহসিন),
সহ-সভাপতি ও আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ইব্রাহিম খলিল, সহ-সভাপতি, ডায়মন্ড প্রবাসী গ্রুপের এম ডি, মো. আব্বাস উদ্দিন, যুগ্ন-সম্পাদক মো. মোক্তারুল আলম, সাংগঠনিক সম্পাদক এম জহুর আহমদ, ডায়মন্ড প্রবাসী গ্রুপের চেয়ারম্যান মো. ফারুক, ইউপি সদস্য আব্দুল হামিদ, সিনিয়র সদস্য আশরাফ আমিন প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার নেতৃবৃন্দরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান জানান, গতবছর উপজেলা পাবলিক হলে ৭১তম বিশ্ব মানবাধিকার দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছিলাম। এবারে বিশ্বব্যাপী ভয়াবহ করোনার ভাইরাসের কারণে অন্যান্য বছরের ন্যায় বড় কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এবারে ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে মানুষকে সচেতন করার লক্ষ্যে সিমিত আকারে মাস্ক বিতরণ করা হয়েছে এবং সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনে মাস্কের বক্স পাঠানো হবে।