আলমাস হোসেন :ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় বাড়ির সামনে গাড়ি রাখায় শ্রমিক ফেডারেশনের গাড়ি ভাঙ্গচুর করেছে এক যুবক। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সজীব (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন।
এর আগে দুপুরে আশুলিয়ার গাজিরচট মুন্সিপাড়া এলাকার রহুল আমিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আটক সজীব আশুলিয়ার গাজিরচট মুন্সিপাড়া এলাকার রহুল আমিনের ছেলে। এ ঘটনায় আটকের ভাই রাজীব পলাতক রয়েছে।
ভুক্তভোগী সেহেলী আফরোজ লাভলী জানান, আশুলিয়ার ইউনিক এলাকায় আন্তর্জাতিক সংগঠন “থ্রীএফ” এর অর্থায়নে শ্রমিকদের সচেতনতামূলক ট্রেনিং এর আয়োজন করে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নামের একটি শ্রমিক সংগঠন। তারা একটি প্রাইভেটকারে এসে ট্রেনিংয়ে যোগ দিয়ে চালককে গাড়ি পার্কিং করতে বলেন। পরে চালক ওই ব্যাক্তির বাড়ির সামনে গাড়ি পার্কিং করে দুপুরের খাবার খেতে যান। খেয়ে এসে দেখেন রাজীব নামের এক যুবক ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে ভাঙ্গচুর করছেন। পরে সে চালককে মারধর করে গাড়ির চাবি কেড়ে নিয়ে তাদের বাড়ির পার্কিংয়ে জোনে গাড়ি রেখে দেন। গাড়িতে থাকা তিন লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজ তারা নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল-মামুন বলেন, এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। সেই সাথে রাজীব নামের ওই যুবককে আটকে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।