মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর মহা শ্মশানের বাৎসরিক ২৪ প্রহর হরিনাম সংকীর্তন শুরু  চাঁদপুর স্পেশালাইজড হাসপাতার লিঃ এনআইসিইউ  উদ্ধোধন মতলবে মহারাজ লঞ্চ ডুবির ২০ বছর -২০০৫ এর বয়াল ১৯ ফ্রেরুয়ারী // দু,শতাধিক যাত্রীর মধ্যে শতাধিক নিহত// কোন দান-অনুদান মেলেনি নিহত পরিবারের চাঁদপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ২৩,০০০/- টাকা জরিমানা। বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ বীরগঞ্জে ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা বাপ্পি গ্রেফতার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ কবর থেকে জুলাই বিপ্লবে শহীদ আল আমিনের লাশ উত্তোলন স্থগিত। চাঁদপুরে বিএনপির বিশাল জনসমাবেশ সংস্কারের নামে কোন তালবাহানা চলবে না, তালবাহানা না ক‌রে নির্বাচ‌নের নি‌র্দিষ্ট তা‌রিখ ঘোঘণা করুন ….. বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু  আজ থেকে শুরু হচ্ছে চাঁদপুর মহা শ্মশানের বাৎসরিক ২৪ প্রহর হরিনাম সংকীর্তন 

সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব – এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি

সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব,  সংস্কারগুলো করে একটা গণঐক্য বা ঐক্যমতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২ টা ৫০ এর দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় আমার বাংলাদেশ পার্টির নবনির্বাচিত প্রথম কমিটি।

শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, সরকারের পক্ষ থেকে দুটি সময় সূচীর কথা বলা হয়েছে, একটি এ বছরের ডিসেম্বরে আরেকটি সামনের বছরের জুনে। আমরা বলছি এই দুটি সময় নির্ধারণ করবে সংস্কারের কি রূপরেখা হচ্ছে, সংস্কারের গতি প্রকৃতির উপর নির্ভর করে এই নির্ধারণটা হবে। আমরা মনে করি, সরকার যদি আন্তরিক হয় এটা (নির্বাচন) ডিসেম্বরের মধ্যে সম্ভব। সংস্কারগুলো করে একটা গণঐক্য বা ঐক্যমতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব। সম্ভব না হলে আলাপ আলোচনার ভিত্তিতে এটা দুই এক মাস পেছোলেও আমাদের কোন আপত্তি নেই।

এসময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ৭১ এর লড়াই টা ছিল, বাংলাদেশের গণ মানুষের মুক্তির লড়াই। যেটাকে আমরা রিপাবলিক বলছি। সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের মাধ্যমে এই বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য৷ কিন্তু ৫৩ বছর পরে এসেও আবারও শত শত তরুণকে রক্ত দিতে হয়েছে একই লড়াইটাকে নবায়ন করার জন্য৷ তাই আমরা বাংলাদেশের অন্তবর্তী সরকারকে বলছি, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল তাদের সবাইকে বলছি, ৭১ ও ২৪ এর মিলিত যে আকাঙ্খা সেই আকাঙ্খা আমাদের তরুণরা দেয়ালে দেয়ালে লিখে গেছে। বাংলাদেশ ২ তারা চায়, সংস্কার চায়, পরিবর্তন চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে এমন বন্দোবস্ত চায়, সেটাই আমরা আজকে পুনর্ব্যক্ত করেছি। এবি পার্টির পক্ষ থেকে আমাদের যে লড়াই বাংলাদেশটাকে ঢেলে সাজানোর। লড়াইটা চলছে, চলবে। আমাদের জায়গা থেকে আমরা সাধ্যমত এটা করব ইনশাআল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভুইয়া, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটূল, সিনিয়র সহকারী সম্পাদক এবিএম খালিদ হাসান, সহকারী সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, জাতীয় নির্বাহী পরিষদ সদস্য লে কর্ণেল হেলাল উদ্দিন,
লে কর্ণেল দিদারুল আলম ও আমিনুল ইসলাম এফসিএ ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসেন
প্রমুখ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com