বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
সুনামগঞ্জে বিজিবির ওপর হামলা: রসুন ও মাদকসহ গ্রেফতার ৮ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মহসিন মন্ডল  মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের কমিটি অনুমোদন মতলব উত্তরের মেঘনা নদীতে ভেসে ওঠা চরাঞ্চলের জমি ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি মতলব উত্তরে খিরার বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছে কৃষক মতলব দক্ষিণে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফয়সালকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বীরগঞ্জে পৌর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন  ভুয়া মুক্তিযোদ্ধা: হারাচ্ছেন সরকারি চাকরি, ফেরত দিতে হবে ভাতা বাংলাদেশ আপনাদের পাশে থাকা ছোটখাটো দেশ নয়, ভারতকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত

সাংবাদিক তারাই হবে, যারা সৎ সাহসী ও সত্য কথা নির্ভয়ে তুলে ধরেন : জেলা প্রশাসক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৩ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতিনিধি ॥

চাঁদপুরের কচুয়া থেকে ‘শিকড় সংবাদ’ নামের নতুন একটি সাপ্তাহিক পত্রিকার অনুমোদন দেয়া হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু’র হাতে নতুন এ পত্রিকার ডিক্লারেশন তুলে দেন।

এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সাংবাদিকরা ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং ন্যায় নিষ্ঠা ও বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরলে মানুষ উপকৃত হবে। সাংবাদিক তারাই হবে যারা সৎ সাহসী ও সত্য কথা লিখবে। সংবাদকর্মীদের লিখনের মাধ্যমে চাঁদপুর তথা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, আপনাদের লিখনের মাধ্যমে সমাজের অঙ্গতি ও সত্য কথা তুলে ধরবেন। তাতে করে সমাজ কিংবা দেশের মানুষের চিত্র ফুটে উঠবে। তাছাড়া সংবাদকর্মীদের লিখনের মাধ্যমে বিভিন্ন সমস্যা তুলে ধরলে দ্রুত সমাধান করা সম্ভব।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, প্রেসক্লাবের বর্তমান যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাবেক সাধারন সম্পাদক মির্জা জাকির,চাঁদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাড. জসিম উদ্দিন প্রধান, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইসমাইল হোসেন মিয়াজী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সদস্য ডা. গুরুপদ দে জুয়েল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম,সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার,কচুয়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,সাংবাদিক বিল্লাল মাসুমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার নয়া সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সত্য ও ন্যায়ের মাধ্যমে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে কচুয়া তথা এ জেলাকে আরো একধাপ এগিয়ে নিতে সকল সাংবাদিক নেতৃবৃন্দ ও কচুয়া উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com