নিজস্ব সংবাদদাদা
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিবের নির্দেশে একদল পুলিশ ঢাকার নীলক্ষেত এলাকা থেকে সজাপ্রাপ্ত পলাতক আসামী ফরিদগঞ্জের আলী আহাম্মেদ দেওয়ানের ছেলে নূরে আলম দেওয়ান প্রকাশ আলম দেওয়ানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
পলাতক আসামী নুরে আলমের বিরুদ্ধে সি আর ১৮০/১৫ এর এর আসামী হিসেবে ৩/১৫ এর আসামী ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৩১০৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আলম ওয়ারেন্ট ভুক্ত আসামী হিসেবে দীর্ঘদিন পলাতক ছিল। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার চরামান্দারী গ্রামে।
পলাতক আসামী নূরে আলমকে গ্রেফতারের সতত্য নিশ্চিত করে থানার ওসি আব্দুর রকিব জানায়,গোপন সুত্রে খবর পেয়ে আমার নির্দেশ নিয়ে এ থানার এ এস আই রবিউল সঙ্গীয় ফোর্স সহ গতকাল শুক্রবার ঢাকার নীলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।