মো: আজিজুল ইসলাম(ইমরান)
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মার্কেণ্টাইল ব্যাংক লিমিটেডের ১৪৮ সাতক্ষীরা শাখার উদ্ভোধন হয়েছে। রবিবার ২৯ ডিসেম্বর সদরের নিউমার্কেট এলাকার হাজী মার্কেটে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে ব্যাংক শাখার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি মুনসুর আহমেদ। অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন বাংকের উপব্যবস্থাপনা পরিচালনক ও ডিসিবি জাকির হোসাইন।
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাভাপতি নাসিম ফারুক খান,বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ ডা: আবুল কালাম বাবলা। প্রধান অতিথি বলেন সতক্ষীরা পরিবেশ ব্যবসা বান্ধব।
সাতক্ষীরায় ব্যবসার অনেক ক্ষেত্র আছে। আমাদের এলাকায় আছে ভোমরা বন্দর, চিংড়ি, আম সহ নানা সম্ভাবনা ময় ব্যবসায়িক খাত। যদি ব্যাংক আন্তরিক ভাবে কাজ করে তাহলে সাতক্ষীরা তথা এই এলাকার ব্যবসায়ীরা উপকৃত হবে। উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন শাখা প্রধান শাহ আলম।