ইব্রাহিম খলিল: সাতক্ষীরা বড় বাজার থেকে মাত্র ২ কেজি ইলিশ মাছ কিনে একটি ফ্রিজ পেলেন সদর উপজেলার ধুলিহরের এক গৃহবধূ শরিফা আক্তার। তিনি ধুলিহর গ্রামের মো. নুরুল আমিনের স্ত্রী। সোমবার (১৪ অক্টোবর) সকালে সুলতানপুর মাছ বাজারে লটারী কুপনের প্রথম পুরস্কারের বিজয়ীকে এ ফ্রিজ প্রদান করা হয়।
সরকারি বিধি মোতাবেক গত মঙ্গলবার (৮ অক্টোবর) ইলিশ মাছ ধরা ও বিক্রির শেষ দিন ছিল। ইলিশ বিক্রির শেষ দিনে ইলিশ মাছের বিক্রি বৃদ্ধিতে ক্রেতাদের জন্য লটারী কুপনের মাধ্যমে আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা করেন সুলতানপুর বড় বাজারের মাছ ব্যবসায়ীবৃন্দ।
শর্ত থাকে প্রতি কেজি ইলিশ মাছের বিপরীতে একটি করে লটারী কুপন। লটারী কুপনের প্রথম পুরস্কার একটি ফ্রিজ সহ সর্বমোট ৩৩টি আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা করেন মাছ ব্যবসায়ীরা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে লটারী কুপনের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সোমবার সুলতানপুর মাছ বাজারে লটারী বিজীদের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাছ ব্যবসায়ী মো. মোস্তফা।