নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি’র ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার জেলা ওয়ার্কার্স পার্টি’র ৮ম সম্মেলনের দ্বিতীয় সেশনে কাউন্সিলের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদসা এমপি।
কমিটির সভাপতি পদে আর কোন প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তালা-কলারোয়া-১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মহিবুল্লাহ মোড়ল ও এড. ফাহিমুল হক কিসলুর প্রার্থী হওয়ায় ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটে জিতে এড. ফাহিমুল হক কিসলু জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যান্য সদস্যরা হলেন, সম্পাদক মন্ডলীর সদস্য মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক সাবির, উপাধ্যক্ষ ময়নুল হাসান, প্রকৌশলী আবেদুর রহমান,স্বপন কুমার শীল, সদস্য আঃ জলিল, অধ্যাপক রফিকুল ইসলাম, নাসরিন খান লিপি, অজিত কুমার রাজবংশী, মাস্টার আব্দুর রউফ, মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকার, বিকল্প সদস্য হিরন্ময় মন্ডল, অধ্যক্ষ শিবপদ গাইন।