ঢাকা জেলা প্রতিনিধিঃ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারের নয়ারহাটস্থ সিন্দুরিয়া দারুল ইসলাম ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া এলাকায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা এ বি এম নূরুল হক এর সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা মোঃ সাইফুল্লাহ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার সিনিয়র বাংলা প্রভাষক মোঃ আব্দুস সালাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ খলিলুর রহমান, মাওলানা মোঃ মইনুদ্দিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা সভায় মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তাগণ ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য ভূমিকা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে মাদ্রাসার আরবি সহকারী অধ্যাপক মাওলানা মোঃ অ.ন.ম রুহুল আমিনের পরিচালনায় ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।