আলমাস হোসেনঃ
পুলিশের পোশাক পরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় সাড়ে ১৯ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিন তেলসহ একটি ট্রাক লুটের অভিযোগ উঠেছে। বুধবার (৯ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ।
লুট হওয়া ট্রাকের চালক সেলিম মিয়া বলেন, রাতে রাজধানীর ডেমরা থেকে সয়াবিন তেলের ৬০টি ড্রাম লোড করে সাভারের নামাবাজারের উদ্দেশ্যে রওনা করি। হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌঁছলে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি টর্চের আলো জ্বেলে সংকেত দিয়ে ট্রাকটি থামিয়ে ড্রামে কি আছে ও গন্তব্য জানতে চায়। গন্তব্য ও সয়াবিন তেলের খবর শুনে তিনি আমাদের যেতে বলেন। এরপর ট্রাকটি ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি হাইয়েস মাইক্রোবাস ট্রাকটিকে ব্যারিকেড দিয়ে থামতে ইশারা দেয়। এ সময় ট্রাকের সাথে মাইক্রোবাসের ধাক্কা লাগে। এরপর মাইক্রোবাসটি থেকে পুলিশের পোশাক পরিহিত সেই ব্যক্তিসহ কয়েকজন নেমে এসে আমাকে ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে মারধর করতে করতে মাইক্রোবাসে তুলে ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় নিয়ে যায়। আমার ও হেলপারের হাত, চোখ বেঁধে তারা আমাদের সুতিপাড়া এলাকায় নামিয়ে দেয়। পরে ছাড়া পেয়ে আমরা ব্যাংকটাউনসহ বিভিন্ন এলাকায় খোঁজ করলেও আর ট্রাকটি পাইনি।
তিনি আরও বলেন, পুলিশের পোশাক পরা সেই লোকসহ আরও কয়েকজন আমাকে ও আমার হেল্পারকে মাইক্রোবাসে তুলে নেওয়ার সময় ট্রাকটি ব্যাংক টাউন ব্রিজের উপরেই পড়ে ছিল।
বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ বলেন, আমরা সাভার নামা বাজারে তেল, চিনি, আটা ও ময়দার ব্যবসা করে আসছি দীর্ঘদিন ধরে। ডেমরা এলাকা থেকে টিকে গ্রুপের শবনম সয়াবিন তেলের ৬০ ড্রাম তেল আমাদের নিজস্ব ট্রাকে লোড করে সাভারে ফেরার পথে লুট করে ডাকাতরা। তেলসহ ট্রাকটির কোনো খোঁজ মিলছে না। অতীতে এ ধরণের ঘটনা আমাদের সঙ্গে ঘটেনি। লুট হওয়া ৬০টি ড্রামে থাকা ১২.২৪ টন সয়াবিন তেলের বাজার মূল্য ১৯.৫ লাখ টাকা এবং লুট হওয়া ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪-৯৪৫৪) মূল্য ১৬ লাখ টাকা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।