শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Казино без необходимости идентификации в 2025 году Безопасные интернет-казино с мгновенными транзакциями и бонусными предложениями. Наилучшие казино с выгодными бонусами Каким способом онлайн-казино приманивают пользователей с помощью соревнований বাবা চলে যাবার আজ দুই বছর ফরিদগঞ্জে স্বামী স্ত্রীর ঝগড়া //গায়ে  কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দু সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা  জিপিএ ৫ এ সেরা চাঁদপুর সরকারি মহিলা কলেজ // জিপিএ ৫  পেয়েছে ২৭৬ জন // মতলব দক্ষিণে একটি কলের কেউ পাশ করেনি  বিএন‌পি আ‌য়ো‌জিত সাংস্কৃ‌তিক উৎস‌বে ৫ শতা‌ধিক শিশু-‌কি‌শোর‌দের অংশগ্রহ‌ণে ছ‌বি আঁকা প্রতি‌যো‌গিতা বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত চাঁদপুরে এসির মাল চুরি করে ধরা পড়েই পুলিশকে হুমকি

সারাদেশে ভারী বৃষ্টিপাত আরো একদিন

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৫ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার :
পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। বিশেষ করে উত্তরের জনপদ মাঘের বৃষ্টিতে কাবু হয়ে পড়েছে।
তবে একদিন পর কেটে যাবে এই বৃষ্টিপাত।
রাজধানীতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে। যেন বর্ষার বর্ষণ নেমে এসেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, হঠাৎ করে ওয়েস্টার্ন ডিস্টাবেঞ্জের (পশ্চিমা লঘুচাপ) কারণে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে গেছে। উত্তরাঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণ হচ্ছে। রাজধানীতেও বেড়েছে বৃষ্টিপাত। তবে কাল থেকে এই প্রবণতা কমে যাবে। সূর্যকিরণের উজ্জ্বলতাও বাড়বে। শনিবার থেকে রাতের তাপমাত্রা ফের কমতে শুরু করবে।

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুর, ৩০ দশমিক ৩ মিলিমিটার। রংপুরে ২৭, বগুড়ায় ২২, কুড়িগ্রামের রাজারহাটে ২০, রাজশাহীতে ২০ মিলিমিটার বর্ষণ রেকর্ড করা হয়েছে। এছাড়া ঈশ্বরদীতে ১৪ মিলিমিটার, টাঙ্গাইলে ৭ মিলিমিটার ও খুলনায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় মাঝারি ধরনের বর্ষণ হচ্ছে।

তরিফুল নেওয়াজ বলেন, কোথাও কোথাও বজ্রপাতও হচ্ছে। এক্ষেত্রে ঢাকাসহ দেশে মধ্যাঞ্চলে বেশি বজ্রপাত হচ্ছে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত এক পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকায় এ সময় জুড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার।

শুক্রবার ভোররাতে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায়, ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত কমে গেলে তাপমাত্রা ফের ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com