শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব উত্তরে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার ‘মতলব উত্তর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কাজ উদ্বোধন ‘ চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ৩টি প্রতিষ্ঠানকে ১৪,০০০/- টাকা জরিমানা। পৌর পীর মহসিন উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়েন  বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন  আক্কাস আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন ও নবীন বরণ সম্পন্ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন  অভিনব কায়দায় কম্বলের ভিতর গাঁজা // অটো চালকের বুদ্ধিমতায় মাদক কারবারি আটক কোড়ালিয়া পৌর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  বার্ষিক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ  প্রবীণ সাংবাদিক আহছানুজ্জামান মন্টু আর নেই

সিএন্ডএফ স্টাফ কার্ড জাল করায় ছবি স্টুডিও’র সুমন কে ১৫ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৭৪ বার পঠিত হয়েছে

মোঃ সাগর হােসেন,বেনাপোল প্রতিনিধি:– বেনাপোলে সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন এর কার্ড জাল করার অভিযোগে বেনাপোল বাজারের ছবি স্টুডিও’র মালিক ও স্থানীয় একতা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুমন হোসেন কে এবং বন্দরে জাল কার্ড ব্যবহারকারী বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আসানুজ্জামান হাসান(৩০) নামের এক প্রতারককে আটক করে জরিমানা আদায় করে বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন।

বুধবার (২০ জানুয়ারি) বিকালে বেনাপোল স্থলবন্দরের ট্রাক টার্মিনালে সিএন্ডএফ কর্মচারী পরিচয় দিয়ে আসানুজ্জামান হাসান  ভারতীয় ট্রাক ড্রাইভারদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় বন্দরে কর্মরত সিএন্ডএফ কর্মচারীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন এর নিজস্ব কার্যালয়ে ভূয়া কার্ডসহ তাকে নিয়ে আসা হয়। সে কার্ড কোথা থেকে বানিয়েছে এই বিষয়ে জানতে চাইলে ভূয়া কার্ডধারী হাসান বলে, আমি বেনাপোল বাজারে হাজী মোহাম্মদ উল্লাহ মার্কেটের ছবি স্টুডিও’র স্বত্বাধীকারী সুমন হোসেন এর কাছ থেকে পাঁচ হাজার টাকা দিয়ে ভূয়া কার্ডটি বানিয়েছি। ভূয়া কার্ড নং ২৩৩৮। ছবি স্টুডিও’র সুমন হোসেন একতা প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক বলে পরিচয় দিয়ে থাকে।

স্টাফ এসোসিয়েশন সুত্রে জানা যায়,
ছবি স্টুডিও’র সুমন হোসেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট মেসার্স সাফকো এন্টারপ্রাইজ এর বর্ডার ম্যান হিসেবে সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের একজন সদস্য হয়। কাজ না করেও বিশেষ এক ব্যাক্তির সহযোগীতায় সিএন্ডএফ এর নাম ভাঙ্গিয়ে বন্দরে বিভিন্ন অপকর্ম করে আসছে(সুমনের স্টাফ কার্ড নং-২৩৩৭)। এই আইডি কার্ডের রিফারেন্সে সাদিপুর গ্রামের হাসানুজ্জামানকে ভূয়া কার্ডটি তার নিজের স্টুডিও থেকে বানিয়ে দেয়। ভূয়া কার্ডধারী হাসানুজ্জামান ভারত থেকে আসা পন্য বোঝায় ট্রাক ড্রাইভারদের কাছ থেকে কার পাশ নিয়ে আনলোড করার কথা বলে নগদ অর্থ নিয়ে থাকে। পরে সেই কারপাশ ছিড়ে ফেলে। বুধবার প্রতারণা করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে সিএন্ডএফ কর্মচারীরা।

বেনাপোল স্টাফ এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বেনাপোল বন্দরে স্টাফ এসোসিয়েশন এর কর্মচারী পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে ড্রাইভারদেরকে হয়রানী করে আসছিল। আমাদের স্টাফ এসোসিয়েশনের কড়া নজরদারীতে হাসান ভূয়া কার্ড সহ হাতে-নাতে ধরা পড়ে। পরে আমাদের অফিসে হাসানকে  এবং ভূয়া কার্ড বানানোর কারীগর ছবি স্টুডিও’র সুমনকে ডেকে আনা হয়। ছবি স্টুডিও’র সুমনকে এই কর্মকান্ডের সাথে জড়িত পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভূয়া কার্ডধারী হাসানুজ্জামান হাসানকে ৫ হাজার টাকা জরিমানাসহ তার পিতার মুচলেখার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, ভূয়া কার্ড বানানোর কারিগর একতা প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক ও ছবি স্টুডিও’র সুমন হোসেন এর স্টাফ এসোসিয়েশনের সদস্য কার্ডটি বাতিল করবে বলে স্টাফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com