মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে পরকীয়া প্রেমিকার দায়েরকৃত ধর্ষন মামলায় এক চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বরখাস্ত হওয়া চেয়ারম্যানের নাম- আবু হেনা আজিজ। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী।
আজ শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে জানা গেছে- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১২ এপ্রিল বলা হয়েছে, জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধিত/২০০৩) এর ৩(১) তৎসহ দন্ডবিধি ১৮৬০ এর ৩১৩ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১৮, তারিখ-০৯.০৮.২০ইং। স্ত্রী-সন্তানকে লন্ডনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচড় গ্রামের এক নারীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে তাকে ধর্ষনের অভিযোগে চেয়ারম্যান আবু হেনা আজিজের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে ভুক্তভোগী ওই নারী। এঘটনার প্রেক্ষিতে পুলিশ চেয়ারম্যান আবু হেনা আজিজকে গ্রেফতার করেছিল।
দীর্ঘ তদন্ত শেষে এই মামলাটির অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে মনে করে সরকার। সেজন্য দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজ সংঘটিত অপরাধমূলক কার্যাক্রম পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযারী উল্লেখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা আজিজকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এঘটনার সত্যতা নিশ্চিত করে আজ শুক্রবার (২৩ এপ্রিল) দুুপুরে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা সাংবাদিকদের বলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশে চেয়ারম্যান আবু হেনা আজিজকে বরখাস্ত করে তার দায়িত্ব আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকালে প্যানেল চেয়ারম্যানকে দেওয়া হয়েছে।