মোজাম্মেল আলম ভূঁইয়া-প্রতিনিধি,সুনামগঞ্জ:
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ১৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৩জনের নাম পাওয়াগেছে। তারা হলেন- জেলার বিশ^ম্ভরপুর উপজেলার রাজাপুর গ্রামের শাহেরা খাতুন (৪০), মিনারা খাতুন (৩৫) ও সুনামগঞ্জ সদরের শহিদুল ইসলাম (৪২)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর অন্যান্য আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একারণে সবার নাম জানা সম্ভব হয়নি।
আজ বুধবার (১০ই মার্চ) সকাল অনুমান ৭টার সময় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার সংলগ্ন ডাবর পয়েন্টে এই দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়- সুনামগঞ্জ থেকে ২৫জন যাত্রী নিয়ে বিরতিহীন বাস (সিলেট-জ-১১-০৩৯০) সিলেট যাওয়ার সময় ডাবর পয়েন্টে একটি মাল বোঝাই ট্রাককে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এঘটনায় ২নারীসহ কমপক্ষে ১৭জন আহত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে আজ বুধবার (১০ই মার্চ) দুপুরে সাংবাদিকদের জানান- সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।