মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাটি খুঁড়তে গিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে হরিপুর উপজেলার জামুন কুমারপাড়া গ্রামের পূর্বপাশ্বে আগুন খোয়া পুকুরের মাটি খননের সময় মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন, মাটি খননের সময় ওই মূর্তি পাওয়া গেলে পুলিশকে আমি জানাই। তারা মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানায় যে,ইটভাটার মাটি খননের সময় মূর্তিটি আগুন খোয়া পুকুর থেকে হবিবর রহমানের ইটভাটার মাটির সাথে চলে আসে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরঙ্গজেব জানান, বিষ্ণু মূর্তিটি বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে।
কষ্টি পাথরের মূর্তি বলে ধারণা করা হচ্ছে।