গাজী মোঃ মহসিন।। চাঁদপুর হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উঃ ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোট লক্ষীপুর দারুস্ সুন্নাত নেছারিয়া হাফিজিয়া মাদরাসা বার্ষিক ইছালে সাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মাদ্রাসা ও ঈদগাহ মাঠে সম্পন্ন হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব হাফেজ আমিন উল্লাহ্ পাটওয়ারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি এ মাদ্রাসায় আরো কয়েকবার এসেছি। এবছরের মাহফিলেও আমাকে দাওয়াত দেয়ার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা এ দুনিয়ায় আমাদের সৃষ্টি করেছেন।
স্রষ্টার এই সৃষ্টিকে যারা ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে। সেই ভালোবাসা থেকেই আমাদের রাজনীতি, চেষ্টা। জানিনা কতটুকু আমরা সফল হতে পেরেছি বা সফল হতে পারবো। তবে আল্লাহ পাক রব্বুল আলআমিন আমাদের এই চেষ্টাকে কবুল করবেন। হালাল রোজগারের মাধ্যমেই আল্লাহর সন্তোষ্ঠ অর্জন করা যায়। হালাল রোজগারের মাধ্যমে বক্ষন করলেই আল্লাহর শান্তি বর্ষিত হয়। প্রত্যেক নবী রাসুলদের এক একটি পেশা ছিল, যেমন হযরত আদম (আঃ), কৃষি কাজ করা, সৃষ্টিকর্তা এ দুনিয়া যখন সৃষ্টি করেছিলেন তখন দুনিয়াটা ঘুরন্ত অবস্থায় ছিলেন। তখনই আল্লাহ তাআলা একটি শক্তিশালী তীর মেরে দুনিয়াকে স্তব্দ করেছিলেন। তার চেয়েও বেশি শক্তিশালী এই মানুষ জাতি। আমি আপনাদের সকলের কাছ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব ও আওলাদে রাসূল (সাঃ) আলহাজ্ব হযরত মাওঃ সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
এছাড়াও মাহফিলে বক্তব্য রাখেন ঢাকা দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রধান মূফতি আলহাজ্ব হযরত মাওলানা মূফতি ওসমান গনি সালেহী, হাইমচর আলগী বাজার সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী, ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মমিনুল ইসলাম। উক্ত মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন ওলামায়ে কেরামগণ তাশরিফ আনেন।
এসময় উক্ত এলাকার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে তাদের দোয়া ও সমর্থন কামনা করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে প্রচার প্রচারণা, কুশল বিনিময় ও গণসংযোগ করেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এছাড়াও তিনি হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদারের শারীরিক খোঁজ খবর নিতে তার বাড়িতে যান এবং তার শারিরীক খোঁজ খবর ও তাকে আর্থিক সহযোগিতার অনুদান প্রদান করেন।