মানিক দাস //
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্ববধায়নে কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০১ পদাতিক বিগ্রেডের সার্বিক ব্যাস্থাপনায় চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের চরাঞ্চালে আশ্রয়ণ-২ প্রকল্পের আওয়তায় নির্মিত কাঁশবন চররাও আশ্রয়ণ প্রকল্পের ৬৭০টি ঘর উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী দুপুরে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান।
আশ্রয়ণ প্রকল্পে ৫ ইউনিট বিশিষ্ট প্রতিটি ব্যারাক হাউজ সম্পূর্ণ সি আই শীট দ্বারা আচ্ছাদিত। আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী পরিবারদের সুবিধার্থে মোট ৪০২টি টয়লেট এবং বিশুদ্ধ পানির জন্য ১৩৪টি অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। গৃহহীন পরিবারের বাসস্থানের সুযোগ সৃষ্টিতে এবং এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে।
মেজর সাদিকুর রহমানের পরিচালনায়
শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সরোয়ার, হাইমচর উপজেলান পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী। উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, নীলকমল ইউপি চেয়ারম্যান সউদ আল নাসের, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী।
হস্তান্তর অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পের পরিবারের মাঝে গৃহস্থলী সামগ্রী ও শীতবস্ত্র শুভেচ্ছা উপহার হিসাবে প্রদান করা হয়।