মানিক দাস চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ টানটু সাহার নেতৃত্বে এসআই মোঃ মোতাহের হোসেন শাহীন, এএসআই নেছা আহমদ ও সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার ১৫ জুলাই বিকাল ৩ টায় হাজীগঞ্জ উপজেলার সুবিদপুর রেলওয়ে ষ্টেশনের রামপুর বাজারের সড়কের উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ মুক্তার হোসেন (৩১), কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।