মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর স্পেশালাইজড হাসপাতার লিঃ এনআইসিইউ  উদ্ধোধন মতলবে মহারাজ লঞ্চ ডুবির ২০ বছর -২০০৫ এর বয়াল ১৯ ফ্রেরুয়ারী // দু,শতাধিক যাত্রীর মধ্যে শতাধিক নিহত// কোন দান-অনুদান মেলেনি নিহত পরিবারের চাঁদপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ২৩,০০০/- টাকা জরিমানা। বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ বীরগঞ্জে ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা বাপ্পি গ্রেফতার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ কবর থেকে জুলাই বিপ্লবে শহীদ আল আমিনের লাশ উত্তোলন স্থগিত। চাঁদপুরে বিএনপির বিশাল জনসমাবেশ সংস্কারের নামে কোন তালবাহানা চলবে না, তালবাহানা না ক‌রে নির্বাচ‌নের নি‌র্দিষ্ট তা‌রিখ ঘোঘণা করুন ….. বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু  আজ থেকে শুরু হচ্ছে চাঁদপুর মহা শ্মশানের বাৎসরিক ২৪ প্রহর হরিনাম সংকীর্তন  বিএন‌পির জনসভায় জাতীয়তাবাদী মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের অংশগ্রহণ

হারিয়ে যাওয়া শিশু মুন্নি, দীর্ঘ ৩৩ বছর পর ফিরে পেলেন নিজ পরিবারকে

  • আপডেটের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৭ বার পঠিত হয়েছে

আরিফুল রুবেল,বাগাতিপাড়া (নাটোর) থেকেঃ সিনেমার গল্পকেও যেন হার মানাবে। হারিয়ে যাওয়া সাত বছরের শিশু মুন্নি দীর্ঘ ৩৩ বছর পর ফিরে পেলো তার পরিবারকে। মুন্নি নাটোরের বাগাতিপাড়া উপজেলার মৃত. মুনছের আলী ও নাজমা বেগমের মেয়ে। ৩৩ বছর আগে লালপুর উপজেলায় নানার বাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে যায় মুন্নি। সেই সন্তানকেই গেল কয়েকদিন আগে ফিরে পেয়েছে তার পরিবার।

জানা যায়, নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের সলইপাড়া গ্রামের মৃত. মুনছের আলী ও নাজমা বেগমের মেয়ে মুন্নি। ১৯৮৬ সালে পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর মিলকিপাড়া গ্রামে মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে যায় ৭ বছরের শিশু মুন্নি। তখন থেকেই শিশু সন্তানকে অনেক খোঁজা খুঁজি করেও কোন সন্ধান পাননি তার পরিবার। দীর্ঘ ৩৩ বছর পর পারিবারকে খুঁজে পেয়ে মুন্নি তার স্বামী সন্তানকে নিয়ে লাওরে আসেন মায়ের বাড়ি। মা তার সন্তানকে পেয়ে যেমন খুঁশি, মাকে ও পরিবারকে খুঁজে পেয়ে তেমনি খুঁশি হয়েছেন মুন্নি ও তার পরিবার ।


ঘটনাক্রমে শিশু মুন্নি হারিয়ে যাওয়ার পর নাটোরের লালপুর উপজেলার গোপালপুর স্কুলের পাশে নির্জনে বসে থাকতে দেখেন স্থানীয় একজন। এরপর ওই শিশুকে নিয়ে যান এলাকার চেয়ারম্যানের কাছে। এরপর তৎকালীন গোপালপুর ইউপি চেয়ারম্যান মৃত. মাহাবুদ্দিন আহম্মেদ সাধু পরিচয় হীন শিশু মুন্নির দায়িত্ব নেন এবং তার নাম রাখেন আছিয়া। এর পর লালন পালন করে শিশু আছিয়া বড় হলে একই এলাকার বাহার উদ্দিনের ছেলে সোনালী ব্যাংকে কর্মরত আমিরুলের সাথে বিয়ে দেন। এখন তাদের সংসারে দুটি পুত্র সন্তান সাজেদুল ইসলাম সাজু এবং রাজীবুল ইসলাম।
কিছুদিন পূর্বে নিকট আত্মীয়র মাধ্যমে মুন্নির খোঁজ পান তার পরিবার। চোখের পাতার নিচে তিল, হাতে পোড়া দাগ দেখে মা সহ আত্মীয়স্বজনরা মুন্নিই যে তাদের হারিয়ে যাওয়া মেয়ে সেটা সনাক্ত করেন ।
মুন্নি ওরফে আছিয়া জানান, অনেক বাবা মা তাদের হারিয়ে যাওয়া সন্তান খুঁজতে তাকে দেখতে এসেছে। দির্ঘ ৩৩ বছর পর আমার মা ও পরিবার আমার চোখের পাতার নিচে তিল হাতে পোড়া দাগ এবং কপালে দাগ দেখে আমিই যে তাদের হারিয়ে যাওয়া মুন্নি সেটা প্রমান করেছে। আমি আমার পরিবারকে পেয়ে আনন্দিত অনেক খুঁশি।
মুন্নির মা নাজমা বেগম বলেন, আমার সন্তানকে পেয়ে আমিসহ আমার পরিবার অনেক খুঁশি। মুন্নির স্বামী জানান, আমার স্ত্রী তার পরিবারের সন্ধান না পেয়ে, অনেক কষ্টে ছিল। এখন তার চোখে মুখে আনন্দ দেখে আমি অনেক খুশি। পাশাপাশি আমি নতুন পরিবারে এসে আনন্দিত এবং তারা খুবি ভাল মানুষ। মুন্নির ছোট ছেলে রাজীবুল ইসলাম বলেন, নানর বাড়ি এসে সে খুবি আনন্দিত সে। সেই সাথে নিকট আত্মিয় প্রতিবেশীরা দলে দলে দেখতে আসেন মুন্নিকে তারাও মুন্নিকে পেয়ে ভিশন আনন্দিত।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com