মানিক দাস // হিন্দু সম্প্রদায়ের বিদ্যা দেবী আরাধনায় গত ৫ ফেব্রুয়ারী শনিবার সরস্বতী পূজার আনুষ্ঠিত হয়েছে। “সরস্বতী মহা ভাগে, বিদ্যে কমললোচনে “বিশ্ব রূপে বিশালাক্ষ্মি বিদ্যানদেহি নমস্তুতে ” এ মন্ত্র পাঠের মাধ্যমে ভক্তরা সরস্বতী মায়ের আরাধনা করে।
রবিবার চাঁদপুরের ঐতিহ্য সরস্বতী পূজার আনন্দ শোভা যাত্রা না হওয়ায় বিভন্ন মন্ডপে আরতী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যার পর শহর ঘুরে দেখা যায় কালিবাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, রাম কৃষ্ণ আশ্রম ও মিশন, পুরান বাজার হরিসভা, দাস পাড়া, নিতাইগঞ্জ, বারোয়ারী মন্দির, গুয়াখোলা মন্দির, পন্ডিত পাড়া, বকুল তলা, নতুন বাজার পালপাড়া মন্দির, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির মাতৃ সংঘ, গাঙ্গুলি পাড়াসহ বিভিন্ন পূজা মণ্ডপে তরুন তরুনী, নারী পুরুষ সকল বয়সী ভক্তের সমাগমে মন্ডপ গুলো মুখরিত হয়ে আছে।আয়োজকরা ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করছে।কোনো কোনো মন্ডপে সরস্বতি পূজার আয়োজকরা শিশু কিশোর, তরুন তরুনীদের জন্য আরতী সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।গভীর রাত পর্যন্ত পূজার প্যান্ডেল গুলোতে আনন্দ – উদ্দীপনা বিরাজ করে।
বৈশ্বিক করোনা এবং অমিওকন ভাইরাস বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশ মতে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবিন্দু আয়োজকদের বশ কিছু নির্দেশনা দিয়ে ছিল। সেই নির্দেশনায় এবছর চাঁদপুরে সরস্বতী পূজা করা হয়েছে।চাঁদপুর শহরেন ঐতিহ্য আনন্দ শোভা যাত্রা না হওয়ায় গতকাল মন্ডপে মন্ডপে সন্ধ্যার পর শিশু কিশোর, তরুন -তরুনীদের আরতী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধ্যমে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।