খেলাধুলা সংবাদ ডেস্ক : জস হ্যাজলেউডের বাউন্সারে আহত হয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচে এ ঘটনা ঘটেছে। তবে, ইনজুরিটা কেমন সে বিষয়ে কিছু জানা যায়নি।
ডারউইনে মঙ্গলবার ব্যাট করছিলেন ডেভিড ওয়ার্নার। জস হ্যাজলেউডের একটি বাউন্সার ডেলিভারিতে হুক শট খেলতে গিয়ে বল ওয়ার্নারের ঘাড়ে লাগে। ওয়ার্নার মাটিতে পড়ে যান। কিন্তু সাথে সাথে উঠে ব্যাট রেখে নিজে নিজেই সাজঘরে চলে যান।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ডারউইনে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে অজিরা। আজ ম্যাচের দ্বিতীয় দিন। ম্যাচটিতে একটি দলের নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ। আরেকটি দলের নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার।
আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই সফরে তারা টাইগারদের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী ২৭ আগস্ট মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। আর আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ।