মানিক দাস // মা ইলিশের প্রজনন রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন সম্পুর্ন ভাবে নিষিদ্ধ করেছিল সরকার । এ ২২ দিনের জন্য সরকার কঠোর অবস্হানে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনী কে। যার জন্য চাঁদপুরের নৌ পুলিশ এবছর শতর্কবস্হানে ছিল। চাঁদপুরের নৌ অঞ্চলের পুলিশ সুপার কামরুজ্জামান নৌ পুলিশ কে সহায়তা করার জন্য উদ্ধতন কতৃপক্ষের সহায়তায় সিলেটের হাওর অঞ্চলের পুলিশ সদস্যদের কে ২২ দিনের জন্য চাঁদপুরের নদী সীমানায় দায়িত্ব কর্তব্য পালনের জন্য এনেছিলেন। চাঁদপুরের নৌ অঞ্চলের পুলিশ সুপার কামরুজ্জামানের দিকনির্দেশনায় দিবা রাত্রি ২২ দিন অভিযান পরিচালনা করেন চাঁদপুরের নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান ও উপ পরিদর্শক এবং সহকারী উপ পরিদর্শকসহ পুলিশ সদস্যরা। এ ক দিনের অভিযান ৪৫ টি নিয়মিত মামলায় ৩৯১ জন অসাধু জেরেকে আটক করা হয়। জব্দ করা হয় ১৪৫ টি মাছ ধরার নৌকা, ১ টি স্পীট বোঅড, ১ হাজার ৬ শ ৯৩ কেজি মা ইলিশ, ১৪ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৪ শ ৯৭ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫২ লাখ ৪৭ হাজার ৫ শ মিটার সূতার জাল। জাল গুলো জন প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কতৃক মাছ গুলো হিমাগারে সংরক্ষন করা হয়েছে। কিছু মাছ গরিব দুঃখি ও এতিমখানায় বিতরন করা হয়েছে বলে নৌ পুলিশ সূত্রে জানা গেছে। নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন,মা ইলিশের প্রজনন রক্ষায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আমাদের পুলিশ সদস্যরা দিবা রাত্রি নরলস ভাবে কাজ করে গেছে। আবার জেরেদের হামলায় পুলিশ সদস্যরা আহত হতে হয়েছে।আমি মনে করি এবছর মা ইলিশের প্রজনন রক্ষায় স্বার্থকতা হয়েছে।