পরমহংসদেবের “পুণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে” প্রতি বছরের ন্যায় এবারও “ভ্রাতৃ-দ্বিতীয়া
অখণ্ডসম্মেলন” অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের সকল “অখণ্ড মণ্ডলী” আঞ্চলিক ও জেলা সম্মিলিত অখণ্ড
সংগঠনের প্রতিনিধিরা সম্মেলনে অংশ গ্রহণ করবেন। বাংলাদেশে অখণ্ড আদর্শ অনুসারীদের কেন্দ্রীয় সংগঠন “বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন” প্রতি বছর এই সম্মেলন আয়োজন করে থাকে।
“পুণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদ” এবং চাঁদপুর অযাচক আশ্রম বোড-অব-ট্রাষ্ট উক্ত
সম্মেলনকে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকেন। “ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ডসম্মেলন” উপলক্ষ্যে অনুষ্ঠান সূচীর
মধ্যে রয়েছে-১৬ নভেম্বর বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় “চাঁদপুর অযাচক আশ্রম” প্রাঙ্গনে জাতি-ধর্ম-
বর্ণ নির্বিশেষে সকলের অংশ গ্রহণে সমবেত উপাসনা। রাত ৮ টায় “বাংলাদেশের বিভিন্ন প্রান্তের
প্রতিনিধি বৃন্দদেরকে নিয়ে সাংগঠনিক আলোচনার প্রথম পর্ব। রাত ১০টায় সাংগঠনিক অধিবেশনের (১ম পর্ব) মূলতবি ঘোষনা।
১৭ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮ টায় “পুণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমের” আয়োজনে সাপ্তাহিক সমবেত উপাসনা। বেলা ১১ টায় ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ডসম্মেলনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। সম্মেলনে বৃহত্তর চাঁদপুর জেলার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকিবেন।
উক্ত সম্মেলনে “চাঁদপুর অযাচক আশ্রমের” সম্মানিত অধ্যক্ষ শ্রী স্বরূপ ব্রহ্মচারী বৃহত্তর চাঁদপুর
জেলার অখণ্ড-অনখণ্ড ও সনাতনী সমাজের সকল সজ্জন বৃন্দকে সপরিবারে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন
জানিয়েছেন (সম্মেলনের অনুষ্ঠানসূচি সংযুক্ত করা গেল)।