বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

আজ সাফে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

  • আপডেটের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৬১ বার পঠিত হয়েছে
ক্রীড়া ডেস্ক

আসরের প্রথম ম্যাচে আজ (সোমবার) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বয়সভিত্তিক জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাফুফে এলিট একাডেমির ফুটবলাররা। ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। লঙ্কানদের বিপক্ষে জয় দিয়েই আসর শুরু করতে চায় বাংলাদেশ অধিনায়ক তানভীর হোসেন।

গত বছরের আগস্টে বাফুফের এলিট একাডেমিতে শুরু হয়েছিলো যাত্রা। প্রায় এগারো মাস নিজেদের গড়েছেন তানভীর-পিয়াস-মঈনরা। এবার সেই পরিশ্রমের প্রমাণ দেয়ার পালা। ভারতের ভুবনেশ্বর কালিঙ্গা স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে ইতিহাস গড়তে চায় দলটা। যদিও প্রতিপক্ষ সম্পূর্ণ অচেনা। তবে গত এক বছর ধরে একসঙ্গে খেলা দলটা টিম কম্বিনেশন ধরে রেখেই লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিতে চায়।

ভারতের মাটিতে নেমে দুদিনের অনুশীলন সেশন সেরেছে টিম বাংলাদেশ। ভারতের মাটিতে বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আছে এই দলের অনেকেরই। তার ওপর এই টুর্নামেন্টে সবশেষ আসরে ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবুও নিজেদের ফেবারিট মনে করছে না বাংলাদেশের ব্রিটিশ কোচ পল স্মলি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com