নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুর মতলবের উপাদি উত্তর ইউনিয়ন ভুমি অফিসের রাসেদুল আট হাজার টাকার নিচে হলে খারিজ করে না। অনলাইনের কাজ সম্পন্ন করে বিনিময়ে পাঁচশত টাকা রেখে যার খারিজ তার দায়িত্বে দিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ হতে জানাযায়, চলতি মাসের প্রথম দিকে মতলব দক্ষিণ উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের বহরি গ্রামের ফখর নামে এক ব্যাক্তি তার খরিদা সম্পত্তি খারিজ করানোর জন্য ভুমি অফিস সহকারী রাসেদুলের কাছে যায়। কাগজপত্র পর্যালোচনা করে তার কাছে আট হাজার টাকা দাবি করেন। ফখর চার হাজর টাকা দেয়ার কথা বলে কিন্তু রাসেদুল তার সিদ্ধান্তে অটল থেকে অনলাইন ফি বাবদ পাঁচশত টাকা রেখে ফাইলটি তার কাছে দিয়ে দেন এবং মতলবে গিয়ে করাই আনতে বলেন।
পরে ফখর তার নিজ দায়িত্বে সহকারী কমিশনার ভূমির কাছে গিয়ে খারিজের অনুমতি করাইয়া আনেন। তারপরেও মিষ্টি খাওয়ার জন্য পাঁচশত টাকা নিয়ে ডিসি আর দেন।
রাসেদুলের এহেন হয়রানির শিকার নাম প্রকাশে অনিচ্ছুক একাদিক ব্যাক্তি জানান আমরাও টাকা দিয়ে আটকে রয়েছি রাসেদুলের কাছে, টাকা না দিলে আমাদের কাজ আমাদের করাইয়া আনতে বলে। আমরা কিভাবে করাবো, আমরা তো খারিজ ওনারাই করায় বলে জানি এর বাইরে কোথায় কার কাছে যেকে হবে তাতো জানি না। আর মানুষের না জানাকে পুঁজি করে রাসেদুল করে যাচ্ছে সেবা গ্রহিতাদের সাথে সেচ্চাচারিতা। সাধারণ মানুষ রাসেদুলের সেচ্চাচারিতা প্রতিকার চায়।
এদিকে খোজ নিয়ে জানাযায়, ভুমি সহকারী সুমন পাল নিয়মিত অফিসে আসেন দুপুর ঘনিয়ে আর এ সুযোগ কে কাজে লাগাচ্ছেন রাসেদুলসহ একাদিক দালাল চক্র।