সু-খবর !
খুব শিগ্রই আলগী বাজার তাজমহল মার্কেটে শুভ উদ্ভোধন হতে যাচ্ছে, অত্যাধুনিক প্রাইভেট হাসপাতাল।
হাসপাতালে যা যা সুবিধা থাকবে, আধুনিক মানসম্পন্ন আইসিউ, সিসিউ, এইচডিইউ, তাছাড়াও ওটি সিও সুব্যবস্থা সহ ৫০ শয্যা বিশিষ্ট মানসম্পন্ন হাসপাতাল। এছাড়া আধুনিক মান সম্পন্ন ট্রেষ্ট সুবিধা সহ ডায়াগোনিষ্টিক সেন্টার। আলগী বাজার কৃষি ব্যাংক ভবনের মালিক প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ তাজুল ইসলাম মাল হাইমচর উপজেলার মানুষের সেবার জন্য নিজ ভবনের ৩য় তলা, ৪র্থ তলা ও ৫ম তলায় একটি প্রাইভেট হাসপাতাল করার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে ৩য় তলার ছাদ ঠালাইয়ের কাজ শুরু করেছেন। তিনি আশা করেন ৬ মাসের মধ্যে ৫ তলার ছাদ সহ লিপ্টের ব্যবস্থা করবেন। আগ্রহী ১০জন পার্টনার ২০ লাখ টাকা করে দিয়ে চুক্তিনামার মাধ্যমে পার্টনারশিপ নিতে পারবে।
যোগাযোগ ঃ মোঃ তাজুল ইসলাম মাল
মোবাইল ঃ ০১৮৭০৩০০০০১
আলগী বাজার, হাইমচর, চাঁদপুর।