আশিকাটি ইউনিয়নের ৬,৭ ও ৯নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দক্ষিণ রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আশিকাটি ইউনিয়নে ২৪ হাজারেরএ উপরে ভোটার রয়েছে। ৬০ হাজারে অধিক মানুষের বাস করে এ ইউনিয়নে। কিন্তু সেধরনের কোন উন্নয়ন এ ইউনিয়নে হয়নি। উন্নয়ন হয়েছে ফ্যাসিবাদী দলের কিছু নেতার। আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকারের জন্য। দীর্ঘ ১৭ বছরে যতটি নির্বাচন হয়েছে তা সুষ্ঠু হয়নি। ১৭ বছরে যদি একটিও একটি সুষ্ঠু নির্বাচন করলে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হতো না।
তিনি আরো বলেন, সকল জনগণের সহযোগিতা থাকলে আমরা আগামী নির্বাচনে ভাল ফলাফল করবো। আমাদের দরকার ১৫১টি সিট, তাহলেই তারেক রহমান প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়াকে আমরা রাষ্ট্রপতি করতে পারবো। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এ আশিকাটি ইউনিয়নে উন্নয়ন হবেই। কোন প্রত্যন্ত অঞ্চল উন্নয়নের ছোঁয়া থেকে বাদ যাবে না। তাই আপনারা সদস্য ফরম পূরন করেন। আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হবে। ৫ মাস দলের জন্য কষ্ট করতে হবে। আমরা আপনাদের দিয়ে আলোকিত হই, আমাদের নিজেদের কোন আলো নেই।
আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু মিয়াজীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল।
আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন, সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, সাধারণ সম্পাদক মো. পারভেজ খানসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।