রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে তুহিন হত্যার বিচারের দাবীতে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার কর্মসূচি  ঢাকায় আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান খান বোরহানকে আটক ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে আটক সাংবাদিক হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন গাজীপুরে সাংবাদিক হত্যা প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন ২৪’এর গণঅভ্যুত্থানের বিজয় বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে বিজয় মিছিল অনুষ্ঠিত দেশে নিরপেক্ষ নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে : অধ্যাপক তানভীর হুদা  চান্দ্রা চৌরাস্তায় মোটরসাইকেল ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু 

আশুলিয়ায় অতিমাত্রায় বিদ্যুৎ বিভ্রাট, চুরি ডাকাতির শঙ্কা 

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
আলমাস হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি:
আশুলিয়ায় বেশ কয়েকদিন ধরে চলছে মারাত্মক লোডশেডিং।
বিরতি দিয়ে প্রায় পুরো দিনই কমবেশি চলছে এ পরিস্থিতি। ভোররাত, মধ্যরাত কিংবা যখন-তখন বিদ্যুতের আসা-যাওয়ায় চরম দুর্ভোগ ও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছেন আশুলিয়াবাসী। অব্যাহত লোডশেডিংয়ে ভোগান্তির পাশাপাশি এলাকাবাসীর দৈনন্দিন কাজকর্মেও ব্যাঘাত ঘটছে।
এই লোডশেডিংয়ে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বৃদ্ধরা। চরম ভোগান্তির শিকার হচ্ছে পোশাক শ্রমিক সহ অন্যান্য পেশাজীবী মানুষ। সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে রাতে ঠিক মত ঘুমতে পারছেননা তাঁরা। ফলে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটে নিরাপত্তা হীনতায় ভুগছেন ব্যবসায়ীরা। প্রতিষ্ঠানে চুরি ডাকাতির আশঙ্কায় রাত কাটে তাদের। ব্যবসায়ীরা বলছেন, গভীর রাতে দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কা বেড়েছে। অন্ধকারে বাড়ছে চুরির ঝুঁকি। অনেকেই ব্যক্তিগত পর্যায়ে ইনভার্টার বা জেনারেটর স্থাপন করতে বাধ্য হচ্ছেন, যা সবার সাধ্যের মধ্যে নেই।
 বাইপাইল, পলাশবাড়ী, কাঁইচাবাড়ী, জামগড়া, ভাদাইল, নবীনগরের কুরগাঁও ও এর আশেপাশের এলাকার অনেক বাসিন্দা অভিযোগ করে বলেন, প্রায় প্রতিদিনই একাধিকবার বিদ্যুৎ চলে যায়। গভীর রাতে লোডশেডিং, স্থায়ী হয় ৩ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত।
স্থানীয় গার্মেন্টস কর্মী হানিফ উদ্দিন  বলেন, “সারাদিন কাজের পর রাতে একটু ঘুমাতে চাই। কিন্তু রাত ১২টা নাই, ১টা ২টা নাই যখন তখন কারেন্ট চইলা যায়, গরমে সারা রাত ঘুমাইবার পারি না। সকালে আবার ডিউটিতে যাইতে হয়—শরীর ভাইঙ্গা যাইতাছে।”
 ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি -১ এর জেনারেল  ম্যানেজার আখতারুজ্জামান লস্কর জানান, “জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় এলাকাভিত্তিক লোডশেডিং হয়েছিলো। তাছাড়া পাশেই ডিইপিজেড মোস্ট ইম্পর্ট্যান্ট এলাকা, সেখানকার নিরবচ্ছিন্ন একটা লোড সাপ্লাই তো আছেই। আমরা চেষ্টা করছি যেন রাতের সময়টাতে কম বিভ্রাট হয়, তবে অচিরেই এ লোডশেডিং সমস্যা কমে যাবে।”
স্থানীয় জনসাধারণের দাবি, নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হোক, যাতে মানুষ অন্তত নিজেদের প্রস্তুত রাখতে পারে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com