বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

আশুলিয়ায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা,গ্রেফতার-২

  • আপডেটের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০১ বার পঠিত হয়েছে
আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে। এঘটনার দুই দিন পর প্রতিষ্ঠানটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হসপিটাল থেকে প্রতিষ্ঠানটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

একই দিন নিহতের নিহতের দুলাভাই ময়নুল ইসলাম লিয়াকত বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে ২০ ফেব্রুয়ারি ভোরে ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন যুবক হান্নান শেখ (৩০) প্রতিষ্ঠানটির তৃতীয় তলায় প্রবেশ করলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে তার মৃত্যু হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউটের নিরাপত্তাকর্মী মো. মুসলিম (৫৫) ও একই এলাকার আলাউদ্দিন শেখের ছেলে প্রতিষ্ঠানটির স্টাফ মো. সাইফুল শেখ (২৮)।

মামলার এজাহারে বলা হয়, পাবনা জেলার সদর থানার ভাড়ারা মধ্যজামুয়া এলাকার মোহাম্মদ আলী শেখের ছেলে ভুক্তভোগী হান্নান শেখ অনেক দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত ৭-৮ মাস আগে পাবনার নিজ বাড়ি থেকে হারিয়ে গেলে অনেক খোঁজ করেও সন্ধান মেলেনি। এঘটনার পর গত ২১ ফেব্রুয়ারি আশুলিয়া থানা পুলিশের মাধ্যমে হান্নান শেখের মৃত্যুর বিষয়টি জানতে পারেন তার স্বজনরা। পরে মরদেহের শরীরের মারধরের আঘাত দেখতে পেয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বজনরা।

এজাহারে আরও বলা হয়, ২০ ফেব্রুয়ারি ভোরে ভুক্তভোগী হান্নান শেখ আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হসপিটালের তৃতীয় তলায় প্রবেশ করে। এসময় হাসপাতালের নিরাপত্তাকর্মী ও স্টাফরা তাকে চোর ভেবে ব্যাপক মারধরে করে গুরুতর আহত করে। পরে হান্নান সজ্ঞাহীন হয়ে পড়লে তাকে গুরুতর অবস্থায় আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হসপিটালে গেলে প্রতিষ্ঠানটির কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।

মুঠোফোনে মাউন্ট ভিউ নার্সিং ইনস্টিটিউট ও হসপিটালে ম্যানেজার আব্দুল মালেক ফায়েক বলেন, আমিতো এখন ওখানে নেই। উকিল সাহেবের কাছে আছি। এখনতো কথা বলতে পারব না। সন্ধ্যার পরে আপনাকে কল দিব।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, হান্নান শেখ নামে এক যুবক মাউন্ট নার্সিং ইনস্টিটিউটের ভিতরে প্রবেশ করলে চোর সন্দেহে তাকে মারধর করেন হাসপাতালটির লোকজন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত যুবক মানসিক ভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছে তার পরিবার। আজ শুক্রবার ভুক্তভোগীর পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এঘটনায় হাসপাতালটির এক নিরাপত্তাকর্মী ও স্টাফসহ দুইজনকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলেও জানান তিনি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com