ঢাকার অদূরে আশুলিয়ায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে দেশে তৈরি পিস্তলসহ পাঁচটি ককটেল সাদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার (৮ই মে) দুপুরে আশুলিয়ার রূপায়ন মাঠ এলাকার নূরানী মার্কাজ মাদ্রাসার পাশে একটি বাউন্ডারি ভিতরে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
এসময় পরিত্যক্ত ব্যাগে পাঁচটি ককটেল সাদৃশ্য বস্তু, দুটি রাম দা, দুটি কার্তুজ, ও একটি দেশে তৈরি পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ জানান, বাউন্ডারির ভিতরে দীর্ঘ দিন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে সেই ব্যাগে রাম দা দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর। পরে পুলিশ ব্যাগ থেকে দেশীয় অস্ত্রসহ পিস্তল ও ককটেল উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে একটি বাউন্ডারি ভিতরে থাকা একটি ব্যাগ দেখতে পাই। সেই ব্যাগ তল্লাশী করে একটি পিস্তল,দুটি রাম দা , পাঁচটি ককটেল, দুটি কার্তুজ উদ্ধার করা হয়। কোনো অপরাধী চক্র অপরাধ করে ফেলে যেতে পারে। আমরা ঘটনাস্থল আশপাশে অভিযান চালাচ্ছি।