বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে মেঘনা নদীতে নিখোঁজের চার ঘণ্টা পর বৃদ্ধের লা-শ উদ্ধার চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে চার মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬ চাঁদপুরে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা  মতলব উত্তরে মেঘনা নদীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১০৬ টি চায়না দুয়ারী চাই সহ আরও অন্যানা অবৈধ জাল জব্দ নওগাঁ সদরে অযোগ্যদের নিয়ে খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগের প্রতিবাদ নারায়ণগঞ্জে সরকারি কর্মচারী নিহতের পরিবার এবং আহতদের আর্থিক অনুদান প্রদান  চাচার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল ভাতিজার // ঘাতক চাচা হাসান আলী আটক চাঁদপুর সিটি কলেজে ভর্তি ও পাঠদান বন্ধের নির্দেশ মতলব উত্তরে নবাগত নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিনের যোগদান চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনে কার্যক্রম শুরু

আশুলিয়ায় শ্রমিকদের কর্ম বিরতিতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা

  • আপডেটের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৭১৪ বার পঠিত হয়েছে

আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি

বেতন-বোনাস বৃদ্ধি ও ওভারটাইম বিলসহ কয়েকটি দাবীতে আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকরা গত দুইদিন যাবৎ কর্ম বিরতিতে নামে। এরই জেরে আজ সকালে অনির্দিষ্ট কালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এসময় কারখানাটির প্রায় ১৫’শ শ্রমিক কারখানার সামনের সড়কে বিক্ষোভ করতে থাকে।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে আশুলিয়ার জিরাবো এলাকায় আইরিশ ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানায় এই ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবীগুলো হলো- সরকার নির্ধারিত বেতন বাস্তবায়ন করা, ঈদ বোনাস বেতনের ৫০ শতাংশ দিতে হবে, মাতৃত্বকালীন ছুটির ভাতা প্রদান, কর্মঘণ্টার অতিরিক্ত ডিউটি করালে (বিকেল ৫টার পর) ওভারটাইম বিল দিতে হবে, বাৎসরিক ছুটির টাকা প্রদান, শ্রমিকদের কাজের রেট প্রদান, কাজের রেট কমপ্লিট সর্বনিম্ন ২৫ টাকা নির্ধারণ করা, প্রোডাকশন বোনাস সর্বনিম্ন ৪০ শতাংশ করা, অপারেটরদের আইডি কার্ড A এবং B গ্রেডিং করা, কোন শ্রমিক রিজাইন দিলে তার পাওনাদি বুঝাইয়া দেওয়া।

বিক্ষোভে অংশ নেয়া কারখানাটির লিংকিং অপারেটর মো. জাকির বলেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারনে সরকার তাদের বেতন বৃদ্ধি করেছে। কিন্তু আমরা যারা সোয়েটার ফ্যাক্টরি শ্রমিক রয়েছি তারা সেই বেতন থেকে বঞ্চিত। তাই আমরা গত দুদিন যাবত আমাদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ে কারখানায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। গতকাল কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আমরা বাসায় চলে যাই। কিন্তু আজ সকালে কারখানায় এসে দেখি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝুলছে।

এমদাদ নামে আরেক শ্রমিক জানান, আমরা আমাদের ১০ দফা দাবি নিয়ে দুদিন ধরে কর্মবিরতি পালন করছিলাম। এ সময়ে কারখানার এডমিন কর্মকর্তা মোহাম্মদ রিপন স্যার আমাদের সাথে দুর্ব্যবহার করে পরে আমরা উনার পদত্যাগ দাবি করি। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অপসারণের আশ্বাস দিয়ে আমাদের দাবি মেনে নিবে বলে জানায়। এবং আমাদেরকে বলে আগামীকাল কারখানায় আসতে কিন্তু আজ সকালে আমরা কারখানায় এসে দেখি তারা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

এ ব্যাপারে আইরিশ ফ্যাশন লিমিটেডের এডমিন অফিসার মো. মোখলেসের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com