বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
Эффект ранга на известность онлайн-казино Онлайн казино и самые популярные игры на деньги: где и во что рекомендуется участвовать Анализ онлайн-казино: регистрация, акции и денежные ставки ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

আশুলিয়ায় মাইগ্রেশনের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপডেটের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২২২ বার পঠিত হয়েছে
আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি
মাইগ্রেশনের দাবিতে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। এসময় ওই সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচলরত বিভিন্ন যাত্রীসহ পরিবহনের চালকরা।
পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দিলে প্রায় দুই ঘন্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জামগড়াস্থ সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে নাইটিংগেল মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নাইটিংগেল মেডিকেল কলেজের বিএমডিসির কোনো অনুমোদন নেই। প্রতারণা করে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তি করে। বিষয়টি শিক্ষার্থীরা জানতে পেরে অন্যত্র মাইগ্রেশনের প্রস্তুতি নেন। তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেই মাইগ্রেশন ঠেকাতে একটি রিট দায়ের করেন।
এতে আটকে যায় শিক্ষার্থীদের মাইগ্রেশন। আন্দোলনরত শিক্ষার্থী মো. ইয়াহিয়া শুভ বলেন, আমরা এর আগেও একই দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছিলাম। কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েও কোন ব্যবস্থা গ্রহণ করেন নি। এই মেডিকেল কলেজে আমরা ১৫ লাখ টাকা খরচ করে ভর্তি হয়েছি। কিন্তু এখন আমরা আমাদের পরিবারের কাছে মুখ দেখাতে পারছি না। এই মেডিকেলে কোন রোগীই নেই। ঠিকমত তারা শিক্ষার ব্যবস্থা না করেই শিক্ষার্থীদের ভর্তি নিয়েছে। অপর শিক্ষার্থী ইমরান খান ইমন জানান, এটি নামে মেডিকেল কলেজ, কাজের কিছু নাই। নেই চিকিৎসার যন্ত্রপাতি, নেই ভালো কোনো ডাক্তার। এমনকি রোগীও থাকেন না। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মিথ্যা আশ্বাস ও আদালতের কিছু কাগজপত্র দেখিয়ে আমাদের ভর্তি করেন। প্রথম বর্ষে বিএমডিসি রেজিস্ট্রেশন এনে দেবে বলে তারা প্রতিশ্রুতি দিলেও তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন এনে দিতে পারেন নি। কলেজের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত সব সুযোগ-সুবিধা থেকেও তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। মাইগ্রেশন না দিলে ৪৫ জন শিক্ষার্থীর জীবন অনিশ্চিত হয়ে পড়বে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন করে যাবেন বলেও জানান।
এদিকে আলী নূর পরিবহনের চালক মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীরা সড়কের মধ্যে বসে পড়ায় আমরা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়কে আটকেছিলাম। এতে করে যাত্রীরা চরম ভোগান্তিতে পরেন। এ ব্যাপারে নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ রুহুল কবির রুমি বলেন, আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে অথরিটির সাথে কথা বলেছি। তাদের দাবি নিয়ে আমরা কাজ করছি। এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা সড়কটিতে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেন। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com