এই ঘটনায় ভুক্তভোগী স্বামী মেহেদী আল-মাহমুদ চাঁদপুর মডেল থানায় ইউ সি বি ব্যাংক বাবুরহাট উপ শাখার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে মডেল থানার এসআই নুরুল আমিন অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে আসে।
অভিযোগের বাদী ভুক্তভোগী মেহেদী আল মাহমুদ জানায়,
ইউ সি বি ব্যাংক পাল বাজার প্রধান শাখায় একাউন্টে টাকা লেনদেন করতে গিয়ে তার স্ত্রীর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম। তার স্ত্রীকে ইউরোiপ নেওয়ার প্রলোভন দেখিয়ে স্বামী মেহেদী আল মাহমুদের নামের স্হানে রফিকুল ইসলামের নাম ব্যবহার করে পাসপোর্ট তৈরি করে। তার সাথে পরকীয়া প্রেমে জড়ানোর পর থেকে স্ত্রী সংসারে অশান্তি সৃষ্টি করে। অবশেষে স্ত্রীকে বাবুরহাট রোডের মাথায় ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে ধরা হয়। এ সময় রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে মারধর করার চেষ্টা করে। আশেপাশের লোকজন এসে তাকে রক্ষা করে। এরপর থেকে স্ত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে নিখোঁজ রয়েছে। পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ার পর রফিকুল ইসলাম চাঁদপুর পাল বাজার ইউ সি বি ব্যাংক থেকে বদলি হয়ে বাবুরহাট উপ শাখার ইনচার্জ হিসাবে যোগদান করে।
থানায় অভিযোগ দেওয়ার পর থেকে রফিকুল ইসলামকে ছাড়িয়ে নেওয়ার জন্য চাঁদপুর পাল বাজার ইউ সি বি ব্যাংক ম্যানেজার নিজে ও রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা নিয়ে তদবির করতে শুরু করে এবং বাদীকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে।
এই বিষয়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম জানায়, ব্যাংকে লেনদেন করতে এসে মেহেদী আল মাহমুদের স্ত্রীর সাথে সম্পর্ক হয়েছে। নোয়াখালী জেলায় প্রথম স্ত্রী ও ৩ সন্তান থাকে। প্রথম স্ত্রীর কথা জেনেও মেহেদী আল মাহমুদের স্ত্রী স্বেচ্ছায় বিয়ে করার জন্য রাজি হয়।
পুলিশ জানায়, অপরের স্ত্রীকে প্রলোভন দেখিয়ে পরকীয়া সম্পর্ক তৈরি করার ঘটনায় স্বামীর অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায়।
এদিকে অভিযোগ উঠেছে চাঁদপুর পাল বাজার ইউ সি বি ব্যাংকে প্রবাসীদের স্ত্রীরা একাউন্টে লেনদেন করতে আসলে তাদের সাথে ব্যাংক কর্মকর্তারা পরকীয়া সম্পর্কে জড়িয়েছে। এই ব্যাংক কর্মকর্তা এর আগেও অনেক সংসার নষ্ট করেছে। মিষ্টি মিষ্টি কথা বলে মোবাইল ফোনে প্রবাসী স্ত্রীদের পটিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে। ভোক্ত ভোগীরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।