মানিক দাস // চাঁদপুর থেকে ইলিশ কিনে বাড়ি ফেরা হলো না মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার নারায়নপুর গ্রামের পাটোয়ারী বাড়ির সেলিম পাটোয়ারীর(৬২)। সড়কেই একটি দূর্ঘটনায় ঝরে গেল তার প্রাণ। তিনি নারায়নপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত শহিদুল ইসলাম পাটোয়ারীর ছেলে।
গতকাল ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সেলিম পাটোয়ারী নিজে তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ ঘাটে আসেন ইলিশ কেনার জন্য। বড় ছেলে সৈাদিআরব প্রবাসী। ছেলের কাছে ইলিশ মাছ পাঠানোর জন্য মাছ কিনে বাড়ি ফিরছিলেন। বাবুরহাট মতলব পেন্নাই সড়কের কালিভাংতি নামক স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা সিএনজি স্কুটার ( চাঁদপুর থ ১১- ৫০৬৯) ও সেলিম পাটোয়ারী চালানো মাটর সাইকেল (কুমিল্লা হ ১৪- ১৭৩৩) এর মাঝে মুখমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ি দুমরেমুচরে যায়। ঘটনাস্হলে দুজন মারাত্মক ভাবে আহত হয়। স্হানীয় জনগন তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সকাল পৌনে ৯ টায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেলিম পাটোয়ারীকে মৃত ঘোষণা করে। চাঁদপুর মডেল থানা পুলিশ কে খবর দেয় হলে উপ পরিদর্শক জাকির হোসেন হাসপাতাল থেকে লাস্ট উদ্ধার করে থানায় নিয়ে আসে। সিএনজি স্কুটার চালক হাসপাতালে চিকিৎসা নিয়ে পালিয়ে যায়। সড়ক দূঘটনায় নিহত ৩ পুত্র সন্তানের জনক ছিলেন।