মানিক দাস // ঈদুল ফিতরে লঞ্চ যাত্রীদের নিবিঘ্নে চলাচলে পুলিশ ও আনসার সদস্যদের দিক নির্দেশনা দেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রশিদ, নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান ও বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম।
দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাট ও চাঁদপুর নৌ থানা অভ্যন্তরে এ দিক নির্দেশনা দেয়া হয়। এই প্রথম চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে তিন সিফস্টে ৩০ জন আনসার সদস্যকে ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিবিঘ্নে চলাচলে সহায়তা এবং যানজট নিরসনে নিয়োগ দেয়া হয়েছে।৮ ঘন্টা করে ১০ জন আনসার সদস্য লঞ্চ ঘাটে দায়িত্ব কর্তব্য পালন করবে। এদের পাশাপাশি স্কাউট সদস্যরা ও পূর্বের ন্যায় দায়িত্ব পালন করবে।আনসার সদস্যদের দিক নির্দেশনায় বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রশিদ,নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান ও বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম।
এ সময় আনসার ভিডিপির কর্মকর্তাসহ আনসার সদস্যরা উপস্হিত ছিলেন। অপরদিকে চাঁদপুর নৌ থানায় নৌ পুলিশ সদস্যদের দিক নির্দেশনা প্রদান করেন চাঁদপুর নৌ থানায় অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান। এসময় তিনি বলেন, আপনাদের যে যে দায়িত্ব দেয়া হয়েছে তানসঠিক ভাবে পালন করবেন। ঈদে ঘরমুখি যাত্রীরা যেন চাঁদপুর লঞ্চ ঘাটে কোনো ধরনের বিরম্বনায় পরতে না হয়।
যাত্রীরা যেন সিএনজি ও অটো চালকদের রোশানলে না পরে।ঘাট এলাকায় যে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।সব দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। কোনো ভুল ক্রুটি হলে এটা আমাদের পুলিশের বদনাম, আর এ বদনাম পরবে পুলিশ সুপার স্যারের উপর। আর আমরা যদি ভাল কারি তাহলে সুনাম হবে পুলিশের, পুলিশ মানেই আমাদের পুলিশ সুপার স্যার। কারণ আমরা এ অঞ্চলের নৌ পুলিশ। তাই আপনারা ভাল ভাবে দায়িত্ব কর্তব্য পালন করলে আমাদের সুনাম অক্ষুন্ন থাকবে।