মানিক দাসঃ চাঁদপুরের বড় শাহতলীতে ঋণের চাপে দিশেহারা হয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আর এই মৃত্যু নিয়ে স্ত্রী, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের ছোট ভাই কাউছার গাজী।
আত্মহত্যাকরা ব্যাক্তির নাম সুলতান মাহমুদ রুবেল( ৩৫)। তিনি পেশায় ব্যাটারি চালিত অটোবাইক চালাতেন। পরিবারে তাঁর স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়ে ছিল।আত্মহত্যার করণ উল্লেখ করে সুলতান একটি চিরকুট লিখে গেছেন বলে পুলিশ সূত্র জানা যায়।
কাউছারের অভিযোগে উল্লেখ করে ছেন রুবেলের স্ত্রী হালিমা আক্তার এবং শ্বশুরবাড়ির সদস্যরা দীর্ঘদিন ধরে রুবেলকে বিভিন্ন ভাবে অপমান করতেন। অটোবাইক চালানোর কারণে তাঁরা রুবেলকে তুচ্ছ-তাচ্ছিল্য করত।
অভিযোগে আরও বলা হয়েছে শ্বশুরবাড়ির লোকেরা রুবেলকে দিয়ে বিভিন্ন সমিতি থেকে ঋণ তুলিয়ে নিত। কিন্তু কিস্তি পরিশোধ করত না। এতে রুবেলের ওপর বাড়তে থাকে ঋণের চাপ। টাকা ফেরত চাইলে তাঁকে অপমান করে শ্বশুড় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো।
এই দীর্ঘদিনের অপমান ও মানসিক চাপে অবশেষ গত ২৮ নভেম্বর রাত ১১টার দিকে রুবেল নিজের ঘরে বিষ পান করেন। পরিবারের লোকজন ওই রাতেই তাঁকে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ৪ ডিসেম্বর রাত ১টা ৫৫ মিনিটে তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক বিল্লাল হোসেন হাসপাতাল থেকে সুলতানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
কাউছার গাজী অভিযোগ করেছেন নিরবচ্ছিন্ন অপমান এবং আত্মহত্যার প্ররোচনার কারণেই রুবেল আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। দাফন-কাফনের কাজ শেষ করে তিনি থানায় মামলা করেন।
এ ঘটনায় রুবেলের স্ত্রী হালিমা আক্তারসহ চারজনকে আসামি করা হয়েছে, এবং স্ত্রীকে পুলিশ ইতোমধ্যে আটক করেছে।