ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামে ঋণের চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছে
৬৫ বছরের মাহমুদা বেগম।
এনজিও ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত নিজের জীবনটাই শেষ করে দিলেন।
রবিবার রাতে তিনি বিষপান করেন। প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ডাক্তাররা তখনই তাকে মৃত ঘোষণা করেন।
মাহমুদা বেগমের চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবারের জন্যই তিনি পাঁচটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। কিস্তির টাকা স্বামী আর সন্তানদের হাতে তুলে দেন। কিন্তু সময়মতো টাকা পরিশোধ সম্ভব না হওয়ায় এনজিওর লোকেরা প্রতিদিন বাড়িতে গিয়ে চাপ দিতে থাকে।এই ভয় ও আতঙ্কই মাহমুদা বেগমকে শেষ পর্যন্ত বিষপান করতে বাধ্য করে।
কিস্তির সেই টাকার জন্যই শেষমেষ তাকে জীবন দিতে হলো।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এনজিওগুলো বেশিরভাগ সময় মহিলাদের নামেই ঋণ দেয়। পরে বাড়ি বাড়ি গিয়ে টাকা আদায়ে চাপ সৃষ্টি করে। অনেক সময় গালিগালাজ, এমনকি নির্যাতনের ঘটনাও ঘটে।