আমার কন্যা তানজিনা,পিতাঃ মোঃ বেলাল হোছাইন,মাতাঃ মোসাঃ শিরিনা বেগম, সে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ২০২১ সালে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়। তার জেডিসি রেজিঃ নং- ২১১৮৬৩৪৮০০। কিন্তু তার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রবেশপত্র, রেজিষ্ট্রেশন কার্ড, মার্কসীট ও সনদপত্রে ভুলবশত আমার নাম বেলাল হোছাইন স্থলে মোঃ বেলাল বোছাইন লিপিবদ্ধ হয়। প্রকৃত পক্ষে জাতীয় পরিচয় পত্রসহ সকল কাগজপত্র অনুযায়ী সঠিক ও শুদ্ধরূপে বেলাল হোছাইন (গউ ইঅখঅখ ঐঙঝঝঅওঘ) লিপিবন্ধ হবে। চাঁদপুর নোটারি পাবলিক এর কার্যালয় এফিডেভিট এর মাধ্যমে সংশোধন করিলাম। যাহার রেজিঃ নং-৯৯২, তারিখঃ ০৫/০৬/২০২২ খ্রিঃ।
…….বেলাল হোছাইন