ইসমাইল হোসেন বিপ্লব কচুয়াঃ
কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে ও আনন্দ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টার থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে ১শ’ ৯৭ ভোটারদের সংখ্যা মধ্যে ১ শ’ ৫৭ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করে। এতে বীর মুক্তিযোদ্ধা মো. জাবের মিয়া ১ শ’ ৫ ভোট পেয়ে তৃতীয় বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফারুক পেয়েছেন ৫২ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক অমল চন্দ্ৰ নন্দী।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাসুদুল হাসান।