চাঁদপুরের কচুয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারি ও ৭নং সদর ইউনিয়নের ফিল্ড অফিসার মনিকা রানী দাসকে মারধর ও লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। গত (১৮ এপ্রিল) সোমবার সকালে উপজেলার কোমরকাশা জামালিয়া কম্প্লেক্স ও এতিমখানার মাদ্রাসা উত্তর পাশে জসীম উদ্দীনের দোকানের সামনে এই ঘটনা ঘটে।
লাঞ্ছিত ও মারধর বিষয়টি উপজেলা নির্বাহি অফিসারের বরাবর লিখিত অভিযোগ করেন কনিকা রানী দাস।
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী কনিকা রানী দাস জানান,আমি কচুয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারি পদে কর্মরত আছি। গত (১৮ এপ্রিল) সোমবার সকালে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কোমরকাশা-৪ সমিতি পরিদর্শনে গেলে উক্ত সমিতির সদস্য কোমরকাশা গ্রামের আলী আক্কাবরের ছেলে আতিকুর রহমান তার সাথে থাকা দুই সহপাঠি কোমরকাশা জামালিয়া কম্প্লেক্সের সহকারী শিক্ষক মকবুল হোসেনের ছেলে মাহফুজুর রহমান এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে সাকিল আহমেদ আমাকে অকথ্য বাসায় গালাগালী করে একপর্যায়ে সমিতির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে আতিকুর রহমান আমাকে শারীরিকভাবে লাঞ্চিত ও মারধর করেন। বিষয়টি আমি আমার উর্দ্ধতন কর্মকর্তা অবগত করলে ঘটনাস্থলে পুলিশ গিলে আমার কর্মরত অফিসে চলে আসি। পরে ওইদিন সন্ধ্যায় আমার ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাসহ কচুয়া থানায় লিখিত অভিযোগ করতে গেলে, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির মহোদয় আমাকে ফোন দিয়ে বিষয়টি সমাধান করার জন্য আশ্বাস প্রদান করেন । লাঞ্চিত ও মারধর বিষয়টি সঠিক বিচার না হয়, তাহলে আমি আইনের দ্বারস্থ হব।
কচুয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার বলেন….. আমার অফিসের মাঠ সহকারী কনিকা রানী দাসকে মারধর ও লাঞ্চিত ঘটনাটি উপজেলা নির্বাহি অফিসারকে বিষয়টি অবগত করেছি।
অভিযুক্তরা ঘটনার পর এলাকায় না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।