ইসমাইল হোসেন বিপ্লব কচুয়াঃ
কচুয়ায় অগ্নিকান্ডে ১টি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা-চাঁদপুর গ্রামের পাটোয়ারী বাড়ির বিল্লাল হোসেনের একমাত্র বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়দের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ১ টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এতে ঘরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। নগদ অর্থ ও বিভিন্ন মূল্যবান মালামালসহ প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়েছে বলে তিনি দাবী করেন।
ক্ষতিগ্রস্ত এলাকার আব্দুর রহমান বলেন, বিল্লাল হোসেন একজন নিরীহ লোক, বৈদ্যুতিক শর্টৈ অগ্নিকান্ডে একমাত্র বসতঘরে আগুন পুড়িয়ে যাওয়া খোলা আকাশের নিচে স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসবাস করতে হবে। যদি সরকার থেকে কিছু সহযোগিতা পায় বিল্লাল হোসেনের পরিবারটা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে।