বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

কচুয়ায় স্বামী ও স্ত্রীকে মারধর ॥ থানায় অভিযোগ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪১ বার পঠিত হয়েছে

কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মহদ্দীরবাগ গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে রোপরকৃত চারা গাছ কেটে পেলায় বাধাপ্রদান করলে স্বামী ও স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। গত বুধবার সকালে ওই গ্রামের ভূইঁয়া বড়ীতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত ওই গ্রামের মৃত আইয়ুব আলী ভূইঁয়ার ছেলে আলমাছ বাদী হয়ে গত বুধবার কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, আলমাছের শ^শুরে স্ত্রী পারভীন বেগমকে ১৯৮৬ সালে ১৬৬নং দলিল মূলে ১৮ শতক জমির রেজিষ্ট্রী করে দেয়। ওই জমির উপর বিভিন্ন ফল ও বনাজী গাছ রোপন করলে গত বুধবার দুপুরে রোপনকৃত গাছগুলো কেটে পেলে। গাছ কাটার বিষয়টি পারভীন বেগম বাধা প্রদান করলে বিবাদী শাব্বির হোসেন,ভাই বাহারুল,শাব্বিরের স্ত্রী তাসলিমা বেগম,ছেলে শাহজালাল দলবল নিয়ে বাদী আলমাছ ও তার স্ত্রী পারভীন বেগমকে এলোপাথাড়ী ভাবে পিটিয়ে গুরুত্বর আহত করেন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা নিয়ে আলমাছ ভূইঁয়া বাড়ীতে চলে যান। বর্তমানে আলমাছের স্ত্রী পারভীন বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বিবাদী শিব্বির আহমেদ ও শাহজালাল বক্তব্য জানতে চাইলে তাদের ব্যবহারিত মোবাইলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম খলিল জানান,আলমাছের অভিযোগ পেয়েছি,সরজমিনে মারধরের ও গাছ কাটার বিয়ষটি তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com