কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারে অবস্থিত চাউল,মুরগী ও মাছের খাদ্যের বড় দোকান মাইশা এন্টারপ্রাইজ শুভ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বিকালে নতুন ব্যবসা প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ এর সামনে শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাইশা এন্টারপ্রাইজ এর প্রোপাইটর ও বিশিষ্ট ব্যবসায়ী মো.ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উদ্বোধনীয় অনুষ্ঠানে ব্যবসা পরিচালনার পরামর্শ মূলক বক্তব্য রাখেন, শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদাসার অধ্যক্ষ মাও.নুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো.সামছুল হক,নলুয়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী দুলাল হোসেন,এমরান হোসেন প্রমুখ।
এসময় নলুয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী,এতিমখান ছাত্র ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ব্যবসার সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা ককরা হয়।