বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

কচুয়ায় শেখ কামাল আন্তঃ এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও শীতকালীন ফাইনাল ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পঠিত হয়েছে

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন কর্তৃক শেখ কামাল আন্তঃ স্কুল, মাদরাসা এবং বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারীগরি শিক্ষা সমিতি কর্তৃক আয়োজিত ৫১ তম শীতকালীন ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হাসান।

বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া উাপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া পৌরসভা মেয়র নাজমুল আলম স্বপন, সহকারি কমিশনার ভূমি মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ্র সেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com