নিজস্ব প্রতিবেদক।।
পরীক্ষার্থীদের তাৎক্ষণিক সহায়তা প্রদানের লক্ষ্যে জিরো পয়েন্টে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়।

পরবর্তীতে প্রক্টর স্যার, সহকারী প্রক্টর মহদয়গণসহ ক্যাম্পাসের বিভিন্ন ঝুপড়ি ও খাবারের দোকানে খাদ্যমান পর্যবেক্ষণ করা হয়, যেখানে কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী পাওয়া যায়।
সর্বশেষ পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে যানবাহনের ভাড়া নিয়ন্ত্রণ কার্যক্রম চালানো হয় এবং যাত্রীদের সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।
্সর্বোপরি, আমাদের ক্যাম্পাসে আগত ভর্তি পরীক্ষার্থীদের প্রতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখা এবং যেকোনো ধরনের হয়রানি থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে আমরা সদা সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ।