জলাবদ্ধতার বর্তমান চিত্র
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিলের পর বিল পানির নিচে ডুবে আছে। কোথাও বুক সমান পানি, আবার কোথাও হাঁটুর ওপরে। স্বাভাবিকভাবে এই সময়ে কৃষকদের ব্যস্ত থাকার কথা ছিল ফসল তোলা বা নতুন বীজ বপনে, কিন্তু এখন সেখানে চলছে কেবল হাহাকার। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং পানি নিষ্কাশনের একমাত্র খালটি পতিত সরকারের আমলে ভরাট করার এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্থানীয় কৃষক আবুল কালাম, দেলু গাজী, মিন্টু গাজী, মমিন সর্দার, আনোয়ার মৃধা, জাকির মৃধা, শফিকসহ বেশ কয়েকজন কৃষক জানান, জলাবদ্ধতার কারণে তাদের ফসলি জমি অনাবাদি থেকে যায়। জমিতে ফসল করতে পারছেনা, যার কারনে এ বিলটি প্রায় সারা বছরই পানিতে ডুবে থাকে। যেখানে কৃষি নির্বর বাংলাদেশ, সেখানে প্রায় কয়েক কোটি টাকার ফসল উৎপাদন বন্ধ রয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃষকদের দাবি, কেবল আশ্বাস নয়, অবিলম্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে তাদের আবাদের উপযোগী জমি ফিরিয়ে দেওয়া হোক।
তারা দ্রুত এ বিলের পানি নিস্কাশনের জন্য একটি স্থায়ী কালভাট করার জন্য জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।